সিঙ্গাপুরে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে সিঙ্গাপুরের গ্যালাংবারু সংগ্লন মসজিদে মুরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের শ্রম ও কল্যাণ সহকারী মো. আল আমিন হোসেন, সিঙ্গাপুর আওয়ামীলীগ সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়, সহ সভাপতি জাকির হোসেন জ্যেক, সহ সভাপতি আলেক খান, সহ সভাপতি সুমন ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জানাজার নামাজের পর মুরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তার মৃত্যুতে সিঙ্গাপুর আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইনস যোগের একটি বিমানে মরহুমের মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১চটায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল