বাংলাদেশি প্রবাসীদের বিনোদনের জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী ৯ সেপ্টেম্বর একটি জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে।
কুয়ালালামপুরের ইন্টেগরেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের (আইসিসি) এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য এই কনসার্ঠে পারফর্ম করার কথা রয়েছে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও রকস্টার জেমস ও বাংলা চলচ্চিত্রের সফল জুটি রিয়াজ ও পপির।
আয়োজক সংস্থা মিস্টার প্রডাকশন অন্যতম কর্ণধার মাইদুল রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর বাইরে আরও এক ঝাঁক তারকা এই কনসার্টে অংশ নেবেন। এদের মধ্যে জায়েদ খান, পিয়া বিপাশা, নায়লা নাঈম, জাহের অালভি, এমএইচ রিজভী, অাবু হেনা রনি অন্যতম।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৮/মাহবুব