বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম রোমে বাংলা স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এছাড়াও প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি কথা বলেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের 'বাংলার সোনার ছেলে' (গোল্ডেন সন) উপাধি দিয়ে তিনি বলেন, ইতালি প্রবাসীদের দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরব। ইতালি আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠান। দেশ এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।
এসময় বাংলাদেশ বিমান পুনরায় চালু, বিমানবন্দরে হয়রানি বন্ধকরণে পদক্ষেপ গ্রহণ, পাসপোর্ট সমস্যা সমাধানে পদক্ষেপ, লাশ প্রেরণে রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান, প্রবাসীদের জন্য আবাসন সহায়তা, সল্প সুদে ঋণ, বিনিয়োগ সুবিধা, অবসর ভাতা প্রদানে পদক্ষেপ নেওয়ার কথাও ব্যক্ত করেছেন মন্ত্রী।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারীর পরিচালনায় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সানোয়ারা বেগম, বিশেষ অতিথি ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালী, হাবীব চৌধুরী, আব্দুর রফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মুক্তার, মাহবুব আলম প্রদান,যুব লীগের ভারপ্রপ্ত সভাপতি উজ্জল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা লীগ সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন।
বিডি প্রতিদিন/হিমেল