১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ শাখা।
শুক্রবার রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের উপদেষ্টা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান, কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, রিয়াদ শাখার উপদেষ্টা ডাক্তার সমীর দত্ত, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি মির্জা হেলাল উদ্দিন ফিরোজ, আব্দুর রহমান চৌধুরী, ডাক্তার কামরুল ইসলাম, শহীদুল্লাহ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, বাংলা স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, প্রকৌশলী আব্দুল গোফরান, শাহাব উদ্দিন জোয়ার্দার, ইংলিশ স্কুলের চেয়ারম্যান আহসানুল হক, সদস্য ডাক্তার মনোজ দত্ত, রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বঙ্গবন্ধু সব গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।
পরে ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন