বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্রেফতারকৃত বিএনপির সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তির দাবিতে শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ করেছে গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ।
যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাই মূলত এই ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেন। গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসীমউদ্দিন বলেন, ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। এখন প্রতিরোধ রচনার সময়।
সেক্রেটারি সাইদুর রহমান বলেন, বাংলাদেশে বিরোধীদের মতপ্রকাশের কোন সুযোগ নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া বলেন, দুর্বার আন্দোলন রচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মশিউর রহমান, ফরহাদ খন্দকার, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, মার্শাল মুরাদ, আনিসুর রহমান, হুমায়ুন কবীর, সাইফুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা