নিরাপদ সড়ক এর দাবিতে বর্তমান চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বিবৃতিতে দিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন।
বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ জনি ও জেনারেল সেক্রেটারি ফয়সাল মোহাম্মেদ বলেন, বর্তমানে প্রতিদিন কতজন মানুষ বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তার সঠিক হিসাব আমাদের কারো কাছে নেই। অদক্ষ ড্রাইভার এবং ফিটনেসবিহীন গাড়ি এর জন্য মূলত দায়ী।
তারা বলেন, বর্তমান চলমান আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও স্কুল, কলেজের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে একমত। অচিরেই বর্তমান আন্দোলনকে সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়াতে প্রতিবাদ সভা করা হবে। সেই সাথে রাজধানীর কুর্মিটোলায় নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা দেবার ঘোষণা দেন সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন