জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের লন্ডনে যাত্রাবিরতি করেন। এসময় হোটেল ক্লারিজে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন।
তিনি আগামী নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগের করণীয় এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এই সময় বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন দেশের বিশৃঙ্খলা অভিযোগ এর কথা তিনি জানেন বলে উল্লেখ করেন। আগামী জাতীয় নির্বাচনের পর সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নতুন কমিটি করে দিবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ -সভাপতি লোকমান হোসেন, এম নজরুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি বেনজির সেলিম, সহ-সভাপতি এম, এ, কাশেম , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, মোহাম্মদ আতিকুজ্জামান, অধ্যাপক অপু, ইতালি আওয়ামী লীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী, হাসান ইকবাল ,আসমা জাকির সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, বেলজিয়াম আওয়ামী লীগ এর সভাপতি শহিদুল হক , সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর, সহ সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি বজলুর রশিদ বুলু, হুমায়ন মাকসুদ হিমু, আখতারুজ্জামান হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, পর্তুগাল আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রফিক উল্লাহ, সহ সভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগ এর সভাপতি আক্তার হোসেন আতা, সহ-সভাপতি বোরহান উদ্দিনসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান