জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রেক্ষাপটের আলোকে উন্নয়ন মেলা করবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস জেদ্দা। আগামী ৫ অক্টোবর (শুক্রবার) কনস্যুলেটের নিজস্ব প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হবে।
মঙ্গলবার কনস্যুলেটের হেড অব চেন্সারি মোস্তফা জামিল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা আয়োজনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার উদ্বোধন করবেন কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ফুড কর্ণারের উদ্বোধন, উন্নয়ন গ্যালারি প্রদর্শন, 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন এবং লোক সংগীত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম