সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রশাসনিক কারণে সৌদি আরবে প্রেষণে কর্মরত কাউন্সিলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমান ও কনসাল (হজ) মো. আবুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি হলো বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
গত সোমবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মনোনীত কর্মকর্তার কাছে কাউন্সিলর (হজ) ও কনসাল (হজ) দায়িত্বভার অর্পণ করে আগামী ১৫ দিনের মধ্যে দেশে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান