জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেলমুক্তি আন্দোলনকে বেগবান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
এতে নিয়াজ মোহাম্মদ খান এনাম (আখাউড়া), মোহাম্মদ আব্দুল কাদের (নবীনগর), মোহাম্মদ তাজুল ইসলাম (বাঞ্ছারামপুর) উপদেষ্টা করা হয়েছে। এছাড়া অধ্যাপক আমিনুল হককে আহবায়ক ও নাজমুল হোসেনকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
খুব শিগগিরই কাতারে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী মতাদর্শের বাকি সদস্যদের একত্রিত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল