বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অলিম্পিক পার্কে দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনপ্রতিযোগিতার আয়োজন করা হয়। গত রবিবার এই প্রতিযোগিতায় ইউনিভার্সিটিঅফ টেকনোলজি সিডনি, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিঅফ সিডনি, ইউনিভার্সিটি অফ উলংগঙ্গ এবং ওয়েস্টার্ন সিডনিইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় 'মিক্স ডাবলস' এবং 'মেনস ডাবলস' ক্যাটাগরিতেমোট ৩৭টি দল অংশ নেয়। পুরুষ দ্বৈত বিভাগের নক আউট পর্বে অংশ নেয় ২০টি দল। এই পর্বের জয়ী ১০টি দলকে নিয়ে শুরু হয় গ্রুপ পর্ব যেখানে দুটি গ্রুপে পাঁচটি করে দল প্রতিদ্বন্দ্বিতা করে।
ফাইনালে ২-০ সেটে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আরাফাত- ফয়সাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির রাফিদ- সানজিদ জুটি। মিক্সড ডাবলস বিভাগে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে সাদমান-রাফা জুটির কাছে পরাজিত হয় নিশাত-নিলয় জুটি।
বিজয়ীদের হাতে পদক তুলে দেন এম আই এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক এস রহমান সোহেল।
আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গণমাধ্যম সমন্বয়ক সায়মা জামান জানান, এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট। সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গড়ে তুলতেই মূলত এই আয়োজন।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৮/হিমেল