ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘রোহিঙ্গা শরণার্থী এবং শেখ হাসিনার মানবতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় প্যারিসের গার দু লিস্টে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্স-বাংলা সেন্টার ফর কম্যুনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এফবিসিসিডি) এ সেমিনারের আয়োজন করে।
এফবিসিসিডি প্রেসিডেন্ট সাংবাদিক ফারুক নওয়াজ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফরাসি জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জ্য ফ্রাসোয়া এমবায়ে, সম্মানিত অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত কাজী ইমতিয়াজ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারুক নওয়াজ খান।
সেমিনারে সফলতা এবং প্রধানমন্ত্রীর মানবতা নিয়ে টেলিফোনে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত। এ ছাড়া আরো বক্তব্য রাখেন মানবাধিকার আইনজীবী এরল ডমির, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, সাংবাদিক অধ্যাপক শামসুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৮/মাহবুব