ইতালির ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এনটিএস মেসত্রে এবং ভেনিস ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১৩৭ রান করে ভেনিস ক্রিকেট ক্লাব। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এনটিএস মেসত্রে।
ভেনিসের কামপালতো এলাকার এক ক্রিকেট মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন স্থানীয় মেয়রের প্রতিনিধি অ্যাডভোকেট মারকো নেল্লাতো।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, ভেনিস ক্রিকেট ক্লাবের কর্মকর্তা আলবেরতো মিজানি, এনটিএস মেসত্রের কর্মকর্তা সোলায়মান হোসেন, ব্যবসায়ী সোহেল মিয়া, সাংবাদিক জাকির হোসেন সুমন প্রমুখ।
প্রায় তিন মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভেনিস এবং পার্শ্ববর্তী এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় ৫৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন বাপ্পি। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির গৌরব অর্জন করেন সেতু। সর্বোচ্চ রান করেন রাহিম। তার রান সংখ্যা ১৯৫।
ম্যান অব দ্যা টুর্নামেন্টর গৌরব অর্জন করেন সাগর। তিনি ১১ উইকেট শিকার এবং ১৩০ রান করেন। খেলা শেষে বিজয়ী দল এনটিএস মেসত্রের হাতে গোল্ডকাপ তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৮/আরাফাত