মালয়েশিয়ায় অব্যবহৃত একটি মাইনিং পুলে এক কিশোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের ৬ সদস্য।
ঘটনার বিবরনে জানা যায়, বুধবার ১৭ বছর বয়সী এক কিশোর তার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ওই মাইনিং পুলের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। আর কিশোরকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয় ৬ উদ্ধার কর্মীর। খবর বিবিসি।
কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযানের সময় ওই ডুবুরি দল ওখানে একটা ঘূর্ণিপাকের কবলে পড়লে হঠাৎ শক্তিশালী স্রোত তাদের সঙ্গে থাকা সরঞ্জামাদি ভাসিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার পুনরায় ওই কিশোরকে উদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেলাংগর রাজ্যের সেপাং জেলার একটি মাইনিং পুলে ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে মাছ ধরার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে যাওয়া ফায়ার সার্ভিসের এক কর্মীর ৩০ মিনিটেও খোঁজ পাওয়া না যাওয়ায় অন্য পাঁচ ডুবুরি পানিতে নামে। এরপর শক্তিশালী স্রোত তাদের ব্যবহৃত সরঞ্জামাদি ভাসিয়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন