একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মা মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আয়োজনে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
রাজধানী কুয়ালালামপুরে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জামিল হোসেন নাসির। কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর পবিত্র কোরআন তেলোওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও কমিটির সদস্য মো. হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দাতো মোহাম্মদ সুকী বিন মাহমুদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য প্রফেসর এম এ রহীম, আড়াইহাজার থানা যুবলীগ সভাপতি সফদার আলী ভূঁইয়া প্রমূখ ।
অনুষ্ঠানের শুরুতেই মহান জাতীয় সংগীত ও ভাষা শহীদদের স্মরণ ও ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কমিটির সদস্য কবি আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, নূর মোহাম্মদ ভূঁইয়া, সোহেল বিন রানা, পিএইচডি গবেষক প্রফেসর মো. প্রফেসর সোহেল রানা, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জহুরবারু আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এস এম আহমদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন, বাতুকেভস শাখা সাধারণ আরমান হোসেন, বুকিত বিন্তাং শাখা সভাপতি লাল্টু হোসেন, সদস্য রাশেদুজ্জামান টুটুল, সেগাম্বুট শাখা সভাপতি জাকির হোসেন, ইপু শাখা সভাপতি হাবিব উল্যাহ লিটন, কাজাং আওয়ামী লীগ নেতা ইলিয়াছ, ইমাম হোসেন, ফরহাদ জাকারিয়া, মালয়েশিয়া ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস কে আরমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, সদস্য বাবু গৌতম রায়, পিএইচডি গবেষক হাসানুল বান্না, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন তিনু, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, বাবু শ্রী প্রদীপ বিশ্বাস, রঞ্জন ভৌমিক, চাঁন মিয়া, যুবলীগ নেতা ঈমন মহি উদ্দিন সহ মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন