সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে আসা সফরসঙ্গীদের নিয়ে তিনি সেখানে পৌঁছালে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। পরে ঢাকা মেডিকেলের পরিচালক, কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী।
এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, কাউন্সিলর (হজ্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান, রিয়াদ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন নজরুল ইসলাম, হজ্ব এজেন্সিজ এসোসিয়েয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম, ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর বানদার বিন নায়েফ, চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন আরমান,পরিচালক (প্রচার) আতিকুর রহমান শিকারী,পরিচালক (মার্কেটিং) জাকির হোসেন, পরিচালক (অর্থ) মাওলানা ছফিউল্লাহ, পরিচালক (মার্কেটিং) আকতার হোসেন, পরিচালক (চিকিৎসক) ডাক্তার আসাদ, পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন, অডিট কমিটির প্রধান বোরহানুল হক চিটু, সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মন্ত্রী প্রবাসে স্বাস্থ্যসেবার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সৌদি আরবের সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, ইসলামিক বিষয়ক মন্ত্রী, ওয়ার্ল্ড মুসলিম লীগ, রাবেতা আল আলম আল ইসলামী, ইসলামিক উন্নয়ন ব্যাংক, পবিত্র মসজিদ আল হারামের গ্র্যান্ড ইমাম, মোয়াসসাসা কর্তৃপক্ষ, মদিনার আদিল্লার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্দেশে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন