গান আর যাদুর ছোঁয়ায় মুগ্ধ প্রহর কাটানো। ঠিক তাই যেনো হয়েছে কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্র্যাজুয়েটদের ‘মতিহার সন্ধ্যায়’।
শনিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া পার্ক ও সেন্ট ক্লেয়ারের রয়্যাল লিজিয়িন হলে কানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রাজশাহী বিশ্ববিদ্যালয় (কারু) মনোমুগ্ধকর এই মতিহার সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর। অ্যালামনাই অ্যাসোসিযেশনের কার্যকরী কমিটির কর্মকর্তাদের এসময় পরিচয় করিয়ে দেয়া হয়।
টরন্টো ও আশপাশের বিভিন্ন শহরে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা তাদের পরিবার পরিজন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন।
মতিহার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ছেলে-মেয়েরা নাচ এবং গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করে। একজন অতিথি যাদুশিল্পীর যাদু পরিবেশনা সবাইকে তাক লাগিয়ে দেয়। ছোটদের পাশাপাশি বড়রাও বিপুল আগ্রহ নিয়ে যাদু উপভোগ করেন।
টরন্টোর জনপ্রিয় সঙ্গীত শিক্ষক আলিমুজ্জামান এবং বেশ কয়েকজন স্থানীয় শিল্পী এতে সঙ্গীত পরিবেশন করেন। অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন শিল্পী নাফিয়া ঊর্মি। বাংলা এবং হিন্দি মিলিয়ে বেশ কটি গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/০৪ মার্চ ২০১৯/আরাফাত