বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস সংলগ্ন তিতাস পার্টি হলে লাগাতার তুষারপাত উপেক্ষা করেই নেতাকর্মীরা এই দোয়া-মাহফিলে জড়ো হন ।
এ সময় প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছে সকল মসজিদ, মন্দির আর গীর্জায় ওবায়দুল কাদেরের জন্যে প্রার্থনা করতে বলেছেন।
জাকারিয়া উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী হিসেবে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগে নবযুগের সূচনা ঘটিয়েছেন। তার মত সংগঠকের মাধ্যমেই টানা তৃতীয়বারের মত আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের দুই সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি এবং হাজী আব্দুল কাদের মিয়াও ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্যে সকল প্রবাসীকে দোয়ার জন্য অনুরোধ জানান।
শেষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কাইয়্যুমের নেতৃত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরল আমিন বাবু, সহ সভাপতি মোহাম্মদ আলমগীর উদ্দীন, যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ এবং নির্বাহী সদস্য এটিএম মাসুদ!
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর