সৌদি আরবের শ্রমবাজারে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সবিবিশন সেন্টারে আয়োজন করেছে তিন দিনব্যাপি রিক্রুটমেন্ট অ্যান্ড লেবার সার্ভিস প্রদর্শনী ২০১৯। তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবুথাইন।
এ জাতীয় আয়োজন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবাল বলে মনে করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন সৌদি আরবের সফরত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ড. ইমরাহ আহমদ, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশনের গভর্ণর আহমেদ আল ফায়সাল, পাবলিক সার্ভিস অথোরিটির চেয়ারম্যান রোমাইহ আল রোমাইহ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ডের মহাপরিচালক মোহাম্মদ আল সুদাইরী, সোশ্যাল ডেভেলপমেন্ট ব্যাংকের মহা পরিচালক ইব্রাহীম আল রাশেদ।
সৌদি সরকারের তালিকাভুক্ত ৫০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার তত্বাবধানে প্রদর্শনীতে অংশ নিয়েছে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান "বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল"। বাংলাদেশি স্টলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আবু নাইম,মো. নাজমুল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শ্রম উপমন্ত্রী আবু থাইন বলেন, মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য পূরণের মধ্যে রয়েছে প্রাইভেট সেক্টরের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ২০৩০ সালের মধ্যে তরুণ সৌদি পুরুষ এবং নারী নিয়োগ দান।
এছাড়াও বেসরকারি খাতে কর্ম পরিবেশের আকর্ষন বৃদ্ধির গুরুত্ব ও ব্যক্তিগত উদ্যোগে কাজ করার জন্য স্বতন্ত্র মানব কর্মীদের আকৃষ্ট করার জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রয়োজনীয়তা প্রদানের উপর জোর দেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর