ইতালির নাপলিতে ৩ দিনব্যাপি "কার্নিভাল" অনুষ্ঠান পালমা কাম্পানিয়ায় শেষ হয়েছে।
গত ৩ মার্চ বিকেল থেকে রাস্তার মোড়ে এবংমঞ্চে প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।
৫ মার্চ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
পালমা কাম্পানিয়ার মেয়র নেল্লা দন্নারুম্মা আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কয়েক যুগ থেকে চলতে থাকা এ অনুষ্ঠান ইতালিতে ব্যপক সাড়া পড়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পালমা কাম্পানিয়ার কমুনা(পৌরসভা) র মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রতিযোগীরা দলবদ্ধ ভাবে বিভিন্ন কৃষ্টি-কালচার, সভ্যতা, ব্যাবসা, আদিম যুগ, রাজা-বাদশাদের আচার আচরণ দলবদ্ধ ভাবে প্রদর্শন করে থাকেন।
কমুনা বিচারকের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়ে থাকে। শেষ দিনে পালমা কাম্পানিয়ার কমুনার মেয়র নেল্লা দন্নারুম্মা এবং পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাপক নিরাপত্তার মধ্যেমে কার্নিভাল অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এ অনুষ্ঠান দেখার জন্য বাংলাদেশিসহ অন্যান্য দেশের লোকজন এখানে ভিড় জমায়। বাংলাদেশি পরিবারগুলো স্ত্রী সন্তানসহ অনুষ্ঠান উপভোগ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন