বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, একাত্তরের গেরিলাদের সহযোগিতাকারীদের ভুলে গেলে চলবে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করিয়েছেন মুক্তিযোদ্ধাদের। চৌরাস্তার পার্শ্ববর্তী ছোট্ট মুদি দোকান অথবা চা স্টলের কর্মচারীরা গেরিলাদের পথ বাতলে দিয়েছেন, হায়েনাদের গতি-বিধির ধারণা দিয়েছেন।
তিনি বলেন, অপারেশনের অপেক্ষায় থাকা গেরিলাদের নিজ ঘরে অবস্থানের সুযোগ এবং নিজেরা না খাইয়ে গেরিলাদের খাইয়েছেন। এ ধরনের ভূমিকা পালনের পর অনেকে আল বদর, রাজাকার, আল শামস অথবা শান্তি কমিটির হাতে শহীদ হয়েছেন। এদের খবর কী কেউ নিচ্ছি? আসলে ওরাও মুক্তিযোদ্ধা। তাদের স্বীকৃতি দেয়া উচিত। তারা ছাড়া গেরিলা যুদ্ধে বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়তো। এভাবে কত শত জন যে শহীদ হয়েছেন-তার ইয়ত্তা নেই। তাদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ইতিহাসেও ঠাঁই হওয়া উচিত। নাটক, ছবি, টক শো'তে তাদের সাহসী ভূমিকা উচ্চারণের বিকল্প নেই।
স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত প্রজন্মের সঙ্গে একান্ত এক আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে জ্যাকসন হাইটসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. আতিউর উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সহযোগিতাকারীদের ইতিহাসে যথাযথ ঠাঁই দিতে হবে। তাদের সম্মান জানাতে হবে। আর এ দায়িত্বটি নিতে পারেন মুক্তিযোদ্ধারাই। কারণ, তারাই জানেন কে কীভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মহিমান্বিত করার মধ্য দিয়েই বাঙালির নবযুগের সূচনা ঘটবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে গোটা বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশটি স্বাধীনতা পেয়েছে। এখন সেই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে পরিণত করতে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে আবির্ভূত হয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার ছাড়াও ছিলেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ফোরামের সদস্য শাহ জে চৌধুরী, কোষাধ্যক্ষ আল আমিন, প্রবাসের প্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৯/আরাফাত