দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা (এসএসসি) এর আওতাভুক্ত দেশগুলোতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কর্ম-পরিকল্পনা (আইসিপিপি পিওএ) এবং ‘এজেন্ডা-২০৩০’ অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ। এগুলো হল: ১) এসএসসি’কে শক্তিশালীকরণ এবং জনসংখ্যা ও উন্নয়ন এজন্ডাসমূহ বাস্তবায়নে ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তুলতে আরও বেশি বিনিয়োগ করা। এক্ষেত্রে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও অন্যান্য অংশীদারদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ প্রথম ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠা। ২) এসএসসি ভুক্ত উন্নয়নশীল দেশসমূহের ফোকাল ব্যক্তিদের প্রশিক্ষণ ও সক্ষমতা বিনির্মাণের সুযোগ বৃদ্ধি। ৩) উদ্ভাবন, নতুন অংশীদারিত্ব, জ্ঞান-বিনিময় ও প্রমাণিত সর্বোত্তম অনুশীলনসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে এসএসসি ও ট্রায়াঙ্গুলার কো-অপারেশনকে আরও এগিয়ে নিতে একটি কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা। ৪) জাতীয় নীতি ও বাজেট বাস্তবায়নে কার্যকর রাজনৈতিক প্রতিশ্রুতি নিশ্চিত করা।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) এর ৫২তম অধিবেশনে এ প্রস্তাবনা তুলে ধরেন।
এর মূল প্রতিপাদ্য ‘জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কর্ম-পরিকল্পনার পর্যালোচনা, মূল্যায়ন ও উন্নয়ন এবং টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ এর ফলোআপ ও রিভিউ’র ক্ষেত্রে এই কর্ম-পরিকল্পনার অবদান।
প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা ও উন্নয়ন খাতে অর্জিত সর্বোত্তম অনুশীলনগুলো দক্ষিণের দেশগুলোর সাথে ভাগ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। আইসিপিপি পিওএ বাস্তবায়নের লক্ষ্যে ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা (এসএসসি)’র প্ল্যাটফর্ম ব্যবহার করে এ অনুশীলনগুলো ভাগ করে নেবে বাংলাদেশ। পাশাপাশি অন্য অংশীদার ও জাতিসংঘের সহযোগী সংস্থাসমূহের সর্বোত্তম অনুশীলনগুলোও আমরা শিখতে আগ্রহী। এছাড়া দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে আমরা জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে চাই।
অধিবেশনে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং টেকসই উন্নয়ন এজেন্ডার লক্ষ্যসমূহ অর্জনে অসামান্য অগ্রগতির কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি নবজাতক, পাঁচ বছরের কম বয়সী শিশু ও প্রসবকালীন মৃত্যুহার হ্রাস; গড় আয়ু বৃদ্ধি; জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বৃদ্ধি; দারিদ্র্য হ্রাস; প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ব্যাপক অগ্রগতি; লিঙ্গবৈষম্য দূর ইত্যাদি ক্ষেত্রে সরকারের ব্যাপক সাফল্যের বিবরণ উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ।
‘আইসিপিপি পিওএ’ -এর ২৫ বছর পূর্তিতে ১ এপ্রিল সিপিডি’র ৫২তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। সোমবার শুরু হওয়া এই অধিবেশন ৫ এপ্রিল শেষ হবে।
বিডি প্রতিদিন/ফারজানা