টরোন্টর ডেনফোরথস্থ মিজান কমপ্লেক্সে অন্টারিও আওয়ামী লীগ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করে। ৩১ মার্চ অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান।
কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুযাহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিঃ সৈয়দ আব্দুল গফফার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আগামীতে এ সরকারের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
প্রধান বক্তা ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রাহমান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হোসেন খান, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু ও কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন খান, ইলিয়াস মিয়া এবং সামাদ হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বক্ত্যব রাখেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, প্রচার সম্পাদক সামসুল বেলাল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, অন্টারিও আওয়ামী লীগ নেত্রী নাহিদ কবির, শাইলা আহমেদ লোপা। অলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধম্যে স্বাধীনতা দিবসের ৪৯তম আসরের পরিসমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন