ইতালির রোমে বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি ও ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোপালগঞ্জ জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দ।
বুধবার জাহাঙ্গগীর ফরাজির অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি হারুন সিকদার, সাধারণ সম্পাদক বদরুজ্জামান তালুকদার, প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি ও শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন।
গোপালগঞ্জ সমিতির নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর ফরিদপুর সমিতি হচ্ছে আমাদের মুরব্বি সংগঠন তাদের সাথে কাধে কাধ মিলিয়ে আগামী দিনে কাজ করতে চাই।
এ সময় বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন, কমিউনিটি উন্নয়নে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি।
তিনি বলেন, পদ পদবী যেন প্রবাসীদের উপকারে আসে নিজের ধান্দায় যেন ব্যবহৃত না হয়।
বিডি প্রতিদিন/কালাম