১৭ এপ্রিল, ২০১৯ ১১:৫৯

বার্সেলোনায় নববর্ষ উদযাপন

দবির তালুকদার, স্পেন থেকে

বার্সেলোনায় নববর্ষ উদযাপন

স্পেনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বার্সেলোনায়  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল স্থানীয় হলরুম কায়ে কালাবিয়ায় এ আয়োজন করে বাংলাদেশ মহিলা সমিতি কাতালোনিয়া।

নববর্ষ ১৪২৬ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মেহতা হক জানু। মুন্নিপাখি ও মালাইয়া সাঈদের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বৈশাখী বন্দনায় মুখরিত মেলা প্রাঙ্গণ যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। বৈশাখী সাজ আর পান্তা ইলিশের আয়োজন প্রবাসী বাঙালির মনে প্রাণের সঞ্চার করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক সিনিয়র রামন পেদ্রো। উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আলাউদ্দিন হক নেছা, নবীন উল হক, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, বন্ধুসুলভ মহিলা সমিতির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, যুবলীগ নেতা আমির হোসেন আমু, সালাউদ্দিন, লোকমান হোসেন প্রমুখ। বর্ষবরণ সংগীত, দেশাত্মবোধক গান, নৃত্য বৈশাখী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর