কিশোরগঞ্জ অস্ট্রিয়া সমিতির পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সালমা জাফর।
কিশোরগঞ্জ সমিতির সভাপতি রুহি দাস সাহার সভাপতিত্বে এবং ডাক্তার অনুপমা হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান শাহ, বাংলাদেশ দূতাবাসের হনোরারী কনসুলার ভলফগাং ভেনিংগার, বীর মুক্তিযোদ্ধা বায়েজীদ মীর এবং সিরাজ চৌধুরী, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নাজমুল ইসলাম, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির, সহ-সভাপতি আকতার হোসেন, অস্ট্রিয়া আওয়ামী যুব লীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবুসহ প্রবসী বাংলাদেশিগণ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে সমিতির সভাপতি রুহি দাস সাহা পহেল বৈশাখ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করে শোনান। রাষ্ট্রপতি তার বাণীতে কিশোগঞ্জ সমিতিকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং অস্ট্রিয়ার ভিয়েনায় কিশোরগঞ্জ সমিতি পহেলা বৈশাখ উদযাপন করছে শুনে খুব আনন্দিত।
প্রধান অতিথি রাষ্ট্রদূত এম আবু জাফর তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সমিতির সভাপতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনোস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে স্থান পেয়েছে যা প্রবাসী বাঙালিদের মর্যাদা বৃদ্ধি করেছে। এছাড়াও আমন্ত্রিত অতিথিগণ পহেলা বৈশাখ উপলক্ষে ভিয়েনাস্থ কিশোরগঞ্জবাসীকে অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন