ইতালির নাপলি আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সানজুন্নারোর একটি হলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় টেলিকনফারেন্সে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী বলেন, নাপলিতে কোনো আহ্বায়ক কমিটি করার অনুমতি দেওয়া হয়নি যারা এমন কিছু করার চেষ্টা করছে অবশ্যই তারা ভুল পথে রয়েছে। শিগগিরই নাপলি আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে। নাপলি আওয়ামী লীগের নেতা-কর্মীরাই তাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবে। যারা ঐক্যবদ্ধ নাপলি আওয়ামী লীগকে বিভাজন সৃষ্টির পায়তারা চালাচ্ছে তাদের ব্যাপারেও দল সিদ্ধান্ত নিবে।
টেলি কনফারেন্সে সভাপতি হাহী ইদ্রিস ফরাজী ছাড়াও ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, প্রচার সম্পাদক মান্নান মাতবর দিকনির্দেশনামূলক কথা বলেন।
ইতালি নাপলি আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন নাদিম বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মাতব্বরের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাপলি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস উকিল, মহিলা প্রজন্ম লীগের সভাপতি নাজনীন আক্তার প্রমুখ। এর আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন বেল্লাল হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সফিক আহমেদ, আলতাফ, আলমগীর হোসেন, জামাল সরকার, হাফিজুর রহমান, জসিম ফকির, হাবিবুর রহমান হাবিব খান, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি নাজনীন আক্তার, আইন বিষয়ক সম্পাদক মামুন চৌধুরী, প্রচার সম্পাদক মিজান খালাসি, ত্রাণ বিষয়ক সমাজকল্যাণ সম্পাদক মতিন খান, শুভ আহমেদ প্রমুখ।
অন্যদের মধ্যে ক্রীড়া সম্পাদক তুষার আহমেদ, শ্রম ও কর্মবিষয়ক সম্পাদক হেমায়াত হোসেন বাবুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা কাজী, মহিলা বিষয় সম্পাদক রুনা আক্তার, কাসানদ্রিনো শাখা আওয়ামী লীগ সভাপতি আকবর শেখ, সহ-সভাপতি বাদল শেখ, সাধারণ সম্পাদক জিএম মিজান, সদস্য ফারুক, জুয়েল, ইলিয়াস হোসেন, সাইদুর শেখ, নান্নু সরদার, সাগর মাতব্বর, ইকবাল মোড়ল, তারা মাতাব্বরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম