স্পেনের মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। গত ২৯ এপ্রিল শহরটির পিরামিড পার্কে স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত নববর্ষ উদযাপনের এ অনুষ্ঠানে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
নতুন বছর বরণ উপলক্ষে অনুষ্ঠানে নারী পুরুষ, শিশু কিশোররা বৈশাখী সাজে উপস্থিত হোন। অনুষ্ঠানে ছিল বাঙালিয়ানা নানা খাবারের আয়োজন।
বর্ষবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রানা জয়নুল ইসলাম, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া, কমিউনিটি নেতা সুমন নূর, জাকিরুল ইসলাম জাকি, আবু তাহের শেখ, শাহিন মিয়া, মো. কাইয়ূম মিয়া, মুয়াজ্জেম হোসেন, বাবুল শেখ, ওয়াহিদুজ্জামান, হেদায়াত মিয়া, মো. হেমায়েত, শামীমা হোসেন, খালেদা পারভীন, সেলিম মিয়া, মো. রাজু, আব্দুল মোতালিব বাবুল প্রমুখ।
বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু বলেন, বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি প্রবাসেও লালন করার প্রত্যয় নিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের এ আয়োজন। এছাড়া প্রবাসের ব্যস্ততম সময়ের মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছি বাঙালিয়ানা আমেজে- সেটাও অনেক বড় ব্যাপার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম