দশ বছর পর আগামী ৩ মে কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানসিঁড়ি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সংগঠনে বর্তমান আহ্বায়ক সভাপতি পদপ্রার্থী শহিদুল হক জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চলছে প্রার্থীদের মাঝে। বর্তমান আহ্বায়ক থাকা অবস্থায় আমি এই সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছি এবং আগামীতে যদি সভাপতি পদে নির্বাচিত হতে পারি তাহলে বেগম জিয়ার মুক্তির জন্য প্রবাস থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।
অন্যদিকে সাবেক সভাপতি আবু ছায়েদ বলেন, যদি নির্বাচন আমি সভাপতি পদে জয়ী হতে পারি প্রথমে আমার অঙ্গীকার থাকবে কাতার ধানসিঁড়ি বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাম সংযুক্ত করা এবং বিভিন্ন শাখা কমিটি গুলো সক্রিয় করা।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত একজন প্রার্থী সাধারণ সম্পাদক পদে শরিফুল হক সাজু মনোনয়ন ফরম জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। যদিও আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক পদটি ৩ মে তারিখে ঘোষণা করা হবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেধা দক্ষতা কারণে রাজনীতিতে তিনি অল্প সময়ে তরুণদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেন।
সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দুই জনের মধ্যে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তারা হলেন সালেহ আহমেদ খোকন ও জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
দীর্ঘ দিন পর নির্বাচনের ঘোষণায় কাতার বিএনপির নেতাকর্মীরা এখন বেশ উজ্জীবিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ