শিল্পাঙ্গনের উদ্যোগে নিউইয়র্কের লং আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বাংলা নববর্ষ ১৪২৬’ উদযাপন অনুষ্ঠান। ‘সেন্টার ফর বাংলা ক্রিয়েটিভ ওয়ার্কস ইনক’ তথা ‘শিল্পাঙ্গন’ নিউইয়র্কে একটি অলাভজনক ও আয়করমুক্ত এ প্রতিষ্ঠানটি বাংলায় সৃজনশীল চর্চায় নিমগ্ন রয়েছে।
দুপুর ২টায় সাঈদা হোসেন মৌ-এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিল্পাঙ্গনের শিল্পীরা। শিল্পাঙ্গনের পক্ষ থেকে আকতার কামাল শিল্পী দুলাল ভৌমিককে উত্তরীয় প্রদান করেন। একক নৃত্য পরিবেশন করে নুসায়বা কবির ও সামায়রা মাহিবা। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পাঙ্গন একাডেমি নৃত্য বিভাগ এবং প্রিয়া ড্যান্স একাডেমি। সেখানে অতিথি শিল্পী হিসেবে অংশ নেন প্রিয়া ডায়েস। কৌতুক পরিবেশন করেন আহমেদ নাসিম।
একটি ব্যতিক্রমী পরিবেশনা উপস্থাপন করেন কিশোর, তরুণ ও পরিণত বয়সের এক ঝাঁক শিল্পী। পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সোনিয়া হক এবং শব্দ ব্যবস্থাপনায় মাহবুব রশীদ। আবৃত্তিশিল্পীর মধ্যে ছিলেন শরফুজ্জামান মুকুল, শিরীন বকুল, গোপন সাহা ও মঞ্জুর কাদের।
শিল্পাঙ্গনের সঙ্গীত পরিবেশনা দু'টি পর্বে উপস্থাপিত হয়। প্রথম পর্ব "বোশেখের রং"-এ গান পরিবেশন করেন সাইফুল্লাহ পারভেজ, বিদিশা দেওয়ানজী, দীপ্তি বড়ুয়া, মৌসুমী বড়ুয়া, ফারজানা সুলতানা, শাহপার ইসলাম, মাহনাজ হাসান, মোহাম্মদ শানু, নাজিদা সায়েদ, ইশরাত কুমু, তাসফিয়া রুবাইয়াৎ এবং সায়েম শাহরিয়ার।
নজরুল ইসলামের গ্রন্থণায় পর্বটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট অভিনয় ও আবৃত্তি শিল্পী শিরীন বকুল। একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন বিদিশা দেওয়ানজী, দীপ্তি বড়ুয়া, মৌসুমী বড়ুয়া, ফারজানা সুলতানা, শাহপার ইসলাম, মাহনাজ হাসান, মোহাম্মদ শানু, ইশরাত কুমু, তাসফিয়া রুবাইয়াৎ, সামিনা আশরাফ, ইশরাত আহমেদ, সোনিয়া হক, সোনিয়া পান্না, সায়েম শাহরিয়ার, মাহমুদ চৌধুরী, আরিবাহ আহমেদ, নুসায়বা কবির, সামায়রা মাহিবা, শানিল আশরাফ, রাই সরকার এবং আয়ানা মাহিবা। সঙ্গীত পরিকল্পনা ও পরিচালনা করেন বিদিশা দেওয়ানজী। সহযোগিতায় সৌগত সরকার।
আবৃত্তি করেছেন নজরুল ইসলাম, মোহাম্মদ শানু ও মৌসুমী বড়ুয়া। তবলায় সঙ্গত করেন তপন মোদক, অক্টাপ্যাডে সজীব মোদক, গিটারে আকাশ আহসান এবং মোহাম্মদ শানু। কবিতার পর্ব সঞ্চালনা করেন নাদিরা আহমেদ। শিল্পাঙ্গনের ভাব সঙ্গীতের কথা লিখেছেন নজরুল ইসলাম এবং সুর করেছেন বিদিশা দেওয়ানজী।
লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি নির্বাহী দপ্তর থেকে নববর্ষ উৎসবে পাঁচ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন ফেরদৌস আরা, অনুপ বড়ুয়া, দুলাল ভৌমিক, শিরীন বকুল এবং প্রিয়া ডায়েস। নাসাউ কাউন্টির প্রতিনিধি বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেন এবং আকতার কামাল পর্বটি উপস্থাপনা করেন।
মঞ্চে স্বীকৃতি প্রদান করা হয় পিন্টেল কফি, নিউইয়র্ক লোক্যাল মেডিক্যাল কেয়ার, ওয়েল কেয়ার ইন্স্যুরেন্স, এলাইড মর্টগেজ গ্রূপ, হাব ব্যংক, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, জেরোন ল্যাবরোটরিজ, রুবেক্স ফার্মেসি, গুলশান ফার্মেসি, ব্লু ওসেন ওয়েলথ সলিউশন্স, হেল্থ ফার্স্ট, কাবকো ফার্মাসিউটিক্যালস, লং আইল্যান্ড সিটি কেমিষ্ট, রেজাউল করিম, ইউনাইটেড নর্দার্ন মর্টগেজ ব্যাঙ্কার্স, মাস মিউচুয়ালস, এবং বিশ্ব রং-কে।
সঞ্চালনার দায়িত্ব সুচারুভাবে পালন করেন বেবী আজিজ। আমর আশরাফের সার্বিক সমন্বয়ে, ফালাহ আহমেদ ও আকতার কামালের সুযোগ্য ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উৎসব লং আইল্যান্ড তথা নিউইয়র্কে এক মাইলফলকের সূচনা করে। শিল্পাঙ্গনের উপদেষ্টা রাহাত হোসেন নাজু, আবুল কালাম আজাদ, রোজিনা কবির, মো. রফিকুল ইসলাম, রাজিবুল হক ও শাহাব আহমেদ এবং শুভাকাঙ্খী মাহবুবুর রশীদ, মো. নুরুর রহমান, ইকবাল ইসলাম ও স্বপন কবিরের অবদানের ফসল বাংলা নববর্ষ উৎসব এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা