বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য যুবদল। মঙ্গলবার যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচলনায় যুক্তরাজ্য ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে অনশন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারসহ কারাগারে বন্দি বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবীও জানানো হয় উক্ত কর্মসূচি থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিঃ সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, এম এ মুজিব, যুগ্ম সম্পাদক কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি ময়না মিয়া, বাকি বিল্লাহ্ জালাল, আকমল হোসেন। সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। বিকাল ৪ ঘটিকায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান কর্মসূচিতে উপস্থিত হয়ে রহিম উদ্দিন ও আফজাল হোসেন কে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
এ ছাড়াও অন্যান্য নেতাকর্মীদের মধ্যে, যুক্তরাজ্যে বিএনপি নেতা ব্যারিস্টার মাওদুদ আহমেদ, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর সাজাহান, ইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম সোহেল, প্রচার সম্পাদক মোঃ হাসনাইন, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, সহ সাধারণ সম্পাদক এস এম ওমর পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, সাবেক ছাত্রনেতা পারভেজ আহমেদ রাকিব, মোঃ নাজমুল আহসান, মোহাম্মদ ওমর ফারুক, রাজু আহমেদ, আব্দুল আলিম, মোঃ মহিন উদ্দিন, মোঃ সেলিম রেজা, শেখ কামরুজ্জামান, মোঃ সাকোয়াত হোসেন, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাসেল মাহমুদ, ইমামুল আরাফাত হিমেল, আব্দুস সামাদ, নাওশীন মোস্তারী মিঞা সাহেব, মোঃ বেলাল হোসাইন পাশা, ইমামুল আরাফাত হিমেল, আল নাহিয়ান বিন মুরাদ, সালমান সাদী, মোহাম্মাদ রিফাত মাহমুদ প্রমুখ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন