ইতালির ফিরেন্স শাখা আওয়ামী লীগের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফিরেন্সের একটি গির্জার হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ খান ইমামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক লুৎফর সর্দার, দ্বীন মেহাম্মদ দিনু, মাহাবুব আলম প্রধান, জামান মোক্তার, প্রচার সম্পাদক মান্নান মাদবর, মহিলা সম্পাদিকা তুহিনা জামান মলিসহ আরো অনেকে।
এ সময় অভিষিক্ত ফিরেন্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল আলম নুরু, সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, শেখ সেলিম, অপু আলমসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দকে ফুল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা এবং লন্ডনের শিল্পিবৃন্দ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৯/মাহবুব