আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসারত ওবায়দুল কাদেরের সাথে গতকাল বুধবার বিকাল ৫টায় সিঙ্গাপুরে বসবাসরত শিপিং ব্যবসায়ীদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।
শিপিং ব্যবসায়ি কেপ্টেন কিবরিয়ার নেতৃত্বে ওবায়দুল কাদেরের সাথে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় ওবায়দুল কাদের সিঙ্গাপুরে বসবাসরত ব্যবসায়ীদের খোঁজ খবর জানতে চান এবং তাদের ব্যবসায়িক বিভিন্ন দিক সম্পর্কে জিজ্ঞেস করেন। ওবায়দুল কাদের বলেন, তিনি দেশবাসীর দোয়ায় এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি দেশে ফিরতে চান।
গত বুধবার ওবায়দুল কাদেরের একটি শারীরিক চেক-আপ ছিল ডাক্তার ফিলিপ কোহ এর তত্ত্বাবধানে। আগামী সপ্তাহে আরও একটি চেক আপের পর ওবায়দুল কাদেরের দেশে ফেরার সিদ্ধান্ত হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা