হাফেজদের নিয়ে রিয়েলিটি শো পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানের চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছে মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক ফ ই ম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েলিটি শো এর উপস্থাপক প্রফেসর মোখতার আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের সভাপতি এইচ এম শাহেদুল হক কাতেবী। বিশেষ অতিথি ছিলেন পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ নাযির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মোহতামিম ক্বারী নাজমুল হাসান, মদিনার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হারুনুর রশিদ, মোরশেদুল আলম, মাওলানা আব্দুস সালাম ও সরোয়ার আলম।
পবিত্র কোরআনের আলোর চ্যাম্পিয়ন হাফেজ শিহাবুল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হাফেজ শাহেদুল হক কাতেবী। বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ নাজির মাহমুদ কোরআন তেলাওয়াত, হেফজ ও কোরআন অনুযায়ী জীবন গঠনের গুরুত্ব ব্যাখ্যা করেন।
ক্বারী নাজমুল হাসান তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হাফেজগণ দীর্ঘসময় কোরআন তেলাওয়াত করে ঐশ্বরিক মূর্ছনা সৃষ্টি করে। পরবর্তীতে তেলাওয়াতের উপর উপস্থিত দর্শকদের মধ্য হতে মন্তব্য চাওয়া হলে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখতার আহমেদ বলেন, সারাদিন কঠোর পরিশ্রম করার পর এবং পরের দিন আবারও কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম হবে জেনেও গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকগণ কোরআন তেলাওয়াত শুনছেন এটা কোরআনের প্রতি অকৃত্রিম ভালবাসা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, রিয়েলিটি শো পবিত্র কোরআনের আলোর মাধ্যমে কোরআনকে সাধারণ মানুষের খুব কাছাকাছি এনে দিয়েছে। আজ ঘরে ঘরে কোরআনের চর্চা হচ্ছে। আজ বাংলাদেশের ছেলেরা এ কোরআন নিয়ে বিশ্ব জয় করছে।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হাফেজ ও পবিত্র কোরআনের আলোর আয়োজক ও পৃষ্ঠপোষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে হাফেজদের বিশেষ সম্মাননা ক্রেস্ট ও নগদ সম্মানী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা