সৌদি আরবের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জানা গেছে, হতাহতদের সবাই আল-হাবিব ক্যাটারিং কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা ১৭ জন একটি মাইক্রোবাসে করে দাম্মাম থেকে মদিনা যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সাকরা এলাকায় আসলে চাকা বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের লাশ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০২ মে ২০১৯/আরাফাত