ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী ও নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরীর সমন্বয়ে ফোবানার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সর্বস্তরে প্রবাসী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
কমিউনিটির মধ্যকার ঐক্য জোরদারের অভিপ্রায়ে বিভিন্ন অঙ্গরাজ্যে সাংগঠনিক সফরের অংশ হিসেবে ২৬ এপ্রিল সর্বপ্রথম ফোবানার যুগ্ম নির্বাহী সচিব ডক্টর রফিক খানের চিকিৎসার খোঁজ-খবর নিতে হিউস্টনে যান। এরপর নেতৃবৃন্দ হিউস্টনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের কর্মসূচির সূচনা করেন। এরপর নেতৃবন্দ হিউষ্টন বাংলাদেশ সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন আয়োজিত টাউন হল মিটিংয়ে যোগদান করেন। মহারাজা রেস্টুরেন্টে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন নামের আরেকটি সংগঠনের উদ্যোগে দ্বিতীয় টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন।
পরদিন ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস তথা ‘বান্ট’র উদ্যোগে বৈশাখী উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগদান করেন ফোবানা নেতৃবৃন্দ। ২৮ এপ্রিল বেলা ১২ টায় বান্ট’র উদ্যোগে এক টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন তারা।
এদিন ফোবানা নেতৃবৃন্দ বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস পরিচালিত ইন্টারন্যাশনাল বাংলা স্কুল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ থেকে নিয়ে আসা বাংলা বই বিতরণ করেন। একই দিন সন্ধ্যা সাতটায় ওকলাহোমা ইয়থ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন। ২৯ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত ফোবানা নেতৃবৃন্দ ২০২০ সালের ডালাস ফোবানা সম্মেলনের সম্ভাব্য ভেন্যু হিসেবে তিনটি ভেন্যু পরিদর্শন করেন। প্রতিটি মিটিংয়ে ফোবানার চেয়ারম্যান মীর চৌধুরী ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।
ফোবানা নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে যুব সমাজকে ফোবানার সাথে আরো বেশী সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। তিনি উত্তর আমেরিকার সকল প্রবাসীকে ফোবানার পতাকাতলে একতাবদ্ধ হয়ে বিশ্ববিখ্যাত কনভেনশন সেন্টার ‘নাসাউ কলেসিয়ামে’ আসন্ন ফোবানা সম্মেলনকে সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সর্বমোট ৬ টি মিটিংয়ে ফোবানা নেতৃবৃন্দের সাথে আরো ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ হালিম, ফোবানার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, নির্বাহী সদস্য হাসমত মবিন, নির্বাহী সদস্য খালেদ জুলফিকার খান, নাহিদা আলী ডেইজী, সাবেক নির্বাহী সদস্য নাহিদা নাসের ইয়াসমিন ও মায়া নেহাল, মিডিয়া এন্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির কো-চেয়ারম্যান রে নেহাল (রহিম) সহ সকল হোষ্ট সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্য ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন