আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে বেলজিয়াম আওয়ামী লীগ। ১ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্থানীয় আলাউদ্দিন রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা সংগঠনের সাধারণ সম্পাদক জাহাগীর চৌধুর রতন।
এতে বক্তব্য দেন বেলজিয়াম আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা ড. ফারুক মির্জা, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা খোকন শরীফ, সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ-সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রয়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান।
উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি জাহির খান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া জামান, সংগঠক গোলাম জিলানী জোয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা