ইতালির রোমে ব্যবসায়ী সংগঠন লাভান্দেরিয়া সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের বাতিস্তিনির অন্তর্গত মসজিদ-এ-তাওহীদে লাভান্দেরিয়া সমিতি ইতালির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আলমেদ। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মো. শওকত। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হিমেল আহমেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহেল চৌধুরী, রুবেল সরকার, মো. হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল ব্যাপারী, সহ- সাংগঠনিক সম্পাদক মো. সোহেলসহ আরো অনেকে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাজমুল আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জনাব সিরাজ মৃধা, নোয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হরুন উদ্দিন জামাল, কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক এ,আর তপু, মসজিদ-এ-তাওহীদের সভাপতি জনাব মো. হিফজু, সাধারণ সম্পাদক জনাব মো. দাউদ মুন্সী।
এসময় আরও উপস্থিত ছিলেন সোহাগ খান, ডালিম, হামিদ, অ্যাড. কামরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, নোয়াখালী ব্যাংকার সমিতি, ব্যাংকার সমিতি রোম, মুন্সীগঞ্জ জেলা সমিতি, ঢাকা জেলা সমিতির নেতৃবৃন্দ। ইফতার মাহ্ফিলে সবাই রমজানের পবিত্রতা রক্ষা করার এবং মুসলিম উম্মাহ শান্তি কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন