ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান বেলা ১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ‘কামপ’ এ পৌঁছলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/কালাম