ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া তিন নেতাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ও হালিশহর থানা ছাত্রলীগ। ওই তিন নেতা হলেন তৌহিদুল ইসলাম চৌধুরী জহির (সহ-সভাপতি), মঞ্জুর মোরশেদ অসীম (সহ-সভাপতি), শাহনেওয়াজ কবির সানি (উপবৃত্তি সম্পাদক)।
নয়াবাজার বিশ্বরোড মোড়ে আমিনুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অসীক দত্ত ও ইসমাইল হোসেন শিমুলের সঞ্চালনায় বিশাল ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমীন, বিশেষ অতিথি ছিলেন ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর এস.এম এরশাদ উল্লাহ, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক মো. ইসমাঈল, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, আবু সুফিয়ান, মাসুদ রায়হান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আলী মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন কুতুবী, উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর আজাদ, সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান, সদস্য নওয়াজ খান, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক জি.এস জাফর আলম রবিন, ভি.পি আবদুল খালেক সোহেল, এ.জি.এস সৈকত চন্দ্র দাশ, আশফাক আজিম খান অভি, ইয়াছিন আরাফাত দীপু, এম.আই সাহিদ, কাজী রবিউল ইসলাম ফাহাদ, মো. সোহেল, রুবেল নাথ, পল্লব নাথ, পূজন সরকার।
বিডি প্রতিদিন/ফারজানা