কাতারে ব্রাহ্মণবাড়িয়ার টিম ঝিঝিপোকা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল আমিন খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ক্লাবের ম্যানেজার মোল্লা মোহাম্মদ রাজ রাজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। আর প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, শিক্ষক তাফসির উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, মনসুর উল্লাহ রাশেদ, ইঞ্জিনিয়ার আবু রায়হান,বোরহান উদ্দিন মোল্লা, এম এম নূরু, ক্লাবের অধিনায়ক রোমান আহমেদ, শাহ আলম খান, ইয়াকুব খান, মনির হোসেনসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/কালাম