মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মত বাহরাইনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো ঈদুল ফিতর। আজ স্থানীয় সময় সকাল সোয়া পাঁচটায় স্থানীয় জুফেয়ার আল ফাতেহ (গ্রাণ্ড মস্ক) জাতীয় মসজিদে শেখ আদনানের ইমামতিতে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
এতে বাহরাইন সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ও উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দসহ সব শ্রেণির নারী-পুরুষ এ জামায়াতে মিলিত হয়।
একই সাথে দেশটির গুরুত্বপূর্ণ এলাকা ও শহর মানামা, রিফা, হামাদ টাউন, ঈসা টাউন, মহোররক, বুসাইটিন, আরদ,চিতরা, জিদহাফস ও হিদসহ প্রত্যন্ত অঞ্চলের মসজিদ ও ঈদগাহে এ উৎসব উদযাপন করেন মুসলিম সম্প্রদায়।
বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান। ঈদ জামাতে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার, আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও এনআরবি’র চেয়ারম্যান প্রকৌশলী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষে একরামুল হক টিটু, সোসাইটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম গোলাম নুর মিলন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহম্মদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কয়েস আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রিপন, লিন্নাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নুল আবেদিন, তালিমুল কোরআনের সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম, সাংবাদিক বশির আহম্মেদ, সৈয়দ মামুন হোসেন, নাজির আহম্মদ, বাহরাইনস্থ রায়কোট ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. শরিফ ও সাবেক ছাত্র নেতা সুমন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক