সৌদি আরব ও তুর্কীসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিল রেখে মাসব্যাপী সিয়াম সাধনার পর জার্মানীর বিভিন্ন শহরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর।
মঙ্গলবার জার্মানীর অন্যান শহরের মত রাজধানী বার্লিনের বিভিন্ন মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশী প্রবাসীদের পরিচালনায় বায়তুল মোকাররম মসজিদ ও আল উম্মায় ঈদের প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়। জামাতে প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও সামিল হন।
ঈদের শুভেচ্ছায় বার্লিন প্রবাসী মোস্তাক খান ও মো. জসিম সিকদারসহ আরো অনেকে বলেন, প্রবাসী হিসেবে আমাদের একটাই চাওয়া, হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে ও মানবিকতায় এগিয়ে যাবে দেশ।
এসময় বাংলাদেশ ছাড়াও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তিসহ দেশ ও দেশের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় ঈদ জামাতে।
বিডি প্রতিদিন/হিমেল