যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে ঈদ-উল-ফিতরের নামায আদায় করেছে ভিয়েনায় অবস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ভিয়েনা ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দেশের মুসল্লি ছাড়াও ভিয়েনায় মুসলিম দেশের দূতাবাসমূহের রাষ্টদূতরা এ জামাতে অংশ নেন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদ-উল-ফিতরের ৩ টি জামাত (সকাল ৮ টা, সকাল ৯.৩০ এবং সকাল ১১ টায়) অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাযে উপস্থিত ছিলেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান রাহাত বিন জামান।
ঈদের জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা ফারুক আল মাদানী। ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিদের এক সাথে আগমন যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
বিডি প্রতিদিন/হিমেল