প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ফিনল্যান্ড সফররত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের আওয়ামী নেতাকর্মীদের ঈদ অনেকটা আনন্দের ছিল।
দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ করেছেন বেয়াই বাড়ি ফিনল্যান্ড। প্রধানমন্ত্রীর আগমনে ঈদের আগের দিন থেকেই ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা ফিনল্যান্ডে জড়ো হয়। খুব কাছ থেকে দলীয় প্রধানকে ঈদের শুভেচ্ছা জানাবেন বলে।
ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।
দলীয় নেত্রীকে কাছে পেয়ে খুশি নেতাকর্মীরা। হোটেলের সামনে দাড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েচ, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটসহ আরও অনেকে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ইতালি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। তিনি শেখ রেহানাপুত্র রেদোয়ান ববির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি প্রতিদিন/কালাম