ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষ্যে ইতালির রোমের ট্রেস্টেভেরে প্রথম বারের মত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রশাসনের অনুমতি নিয়ে সকাল আটটা এবং ন’টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইতালির বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইসলাম এসোসিয়েশন ট্রাস্টেভেরের উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমে সেখানে সফলভাবে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা হলেন নিম শাকিল, মিজান খান, সাইদুল ইসলাম মাসুদ, মিয়া রোমান, হোসাইন এস, এম আনোয়ার, মুন্সী সেলিম, হোসাইন আনোয়ার, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, আব্দুল সাত্তার, চৌধুরী মোহাম্মদ বশির, মোহাম্মদ দৌড়বাজ, ইসলাম মোহাম্মদ জহিরুল, চৌধুরী হুমায়ুনসহ আরও অনেকে। একই স্থানে ঈদের সালাত আদায় করেন লাভান্দেরিয়া সমিতির বশির মিয়া, মোহাম্মদ সোহেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক