ফ্রান্সে বসবাসরত মুসলমানদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।বাঙালি অধ্যুষিত শহর রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের তুলুজ, স্টার্সবাগ, লীল, লিয়নসহ বেশ কয়েকটি শহরে প্রবাসী বাঙালিরা উৎসের আমাজে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশীদের ব্যবস্থাপনায় ওভারভিলিয়েস্হ বাংলাদেশ জামে মসজিদে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।এছাড়াও মেট্রো হোশ জিমন্যান্স হলে সকাল ৯টায় একটি জামাত এবং বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল ৭টা, ৮টা ও ৯টা ৩০ মিনিটে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মেট্রো হোশ জিমন্যান্স হলে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং পন্থা মেরীর সহকারী মেয়র কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে ঈদ নামাজ আদায় করেন এবং নামাজ শেষে প্রবাসীদের সাথে কুশলাদি বিনিময় করেন।
দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। জামায়াতে পুরুষের পাশাপাশি শিশু ও মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।নামাজ শেষে চিরাচরিত নিয়মানুযায়ী মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
জামাত শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে প্রবাসীরা দল বেধে বন্ধুর রুমে গিয়ে আড্ডাবাজি বা ভোজনে মেতে ওঠে, তাই প্রবাসে বন্ধুর বাড়িই যেন পরম আত্বীয়ের বাড়ি। তবে ছুটি না থাকায় অনেক প্রবাসীই ঈদের নামাজ অংশগ্রহণ না করে কাজে ছুটে যেতে দেখা গিয়ে।
বিডি প্রতিদিন/এ মজুমদার