জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ রিয়াদ মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা উসমান গনীর পরিচালনায় ছিলেন সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত ও আরিফ।
এতে বক্তব্য দেন রিয়াদ জমিয়ত সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা জালাল আহমদ, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ, সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, যুগ্ম সেক্রেটারি মাওলানা আলীনুর, ঢাকা মেডিকেলের এমডি মাওলানা শফিউল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা জুবায়ের আহমদ, সহ-সাংগঠনিক মাওলানা হাফিজ মাওলানা তাজ উদ্দিন, বিশিষ্ট আলেম মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আজ যারা ইসলামী রাজনীতিকে কলুষিত করতে ধর্মকে ব্যবহার করে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিশ্বের প্রতি প্রান্তরে আজ মুসলিমরা নির্যাতিত। এর মূল কারণ মুসলিম নেতাদের অনৈক্য। আজ যদি সকল মুসলিম নেতারা এক থাকতেন তাহলে মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত হতো না।
অনুষ্ঠানে তিলাওয়াত করেন হাফিজ আহমদ শামস ও হাফিজ আজিজুল হক। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আরিফ রব্বানী।
বিডি প্রতিদিন/ফারজানা