মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় সুজন বেপারী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সুজন মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর গ্রামের রহিম বেপারীর ছেলে।
মালেশিয়ার কাজে যাওয়ার সময় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। শুক্রবার এই প্রতিবেদক তার মৃত্যুর খবর জানান সুজনের বাবা।
তিনি বলেন, বছর তিনেক আগে অনেক ধার দেনা করে সুজনকে মালেশিয়ায় পাঠাই। সেই ধার দেনার টাকাও পরিশোধ হয়নি। আজকে শুনি সুজন মালেশিয়ার কাজে যাওয়ার সময় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি গরীব মানুষ ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিলো। তার উপার্জনেরই আমাদের সংসার চলতো। কিভাবে এখন সংসার চলবে। লাশই বা দেশে আনবো কিভাবে? আমি সরকারের সহযোগিতা কামনা করছি।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৯/মাহবুব