সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে পিরোজপুর জেলা বিএনপি।
রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সিদ্দিকুর রহমান ইমরানের সভাপতিত্বে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন, প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রেজাউল করিম মিরাজ।
বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রবাসীদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল